ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নরসিংদীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৬:৫৭ পিএম

নরসিংদীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীতে বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স (নজরদারি) অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সদর উপজেলার মাধবদীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, মাধবদী বাসাস্ট্যান্ড এলাকার প্রোটেকটিভ হেলমেটস্ ফর স্কুটার অ্যন্ড মোটরসাইকেল রাইডারস্ পণ্য বিক্রির প্রতিষ্ঠান হৃদয় মটরস, রনি মটরস এবং ভাই ভাই মটরসকে মান সম্পন্ন পণ্য বিক্রি করা ও আমদানিকৃত পণ্যের ছাড়পত্র সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়।

বাজারের আবু দাউদ স্টোর, সোলাইমান স্টোর এবং বিসমিল্লাহ চিড়া অ্যান্ড মুড়ি মিলকে পণ্যের অনুকুলে গুণগতমান সনদ এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য বলা হয়েছে।

এরপর রসের মিষ্টি অ্যান্ড কনফেকশনারি ও পিপাসা সুইটমিলকে মিষ্টি, ফার্মান্টেড মিল্ক (দই), আচার, বিস্কুট ও ডেকোরেটিভ কেক পণ্যের অনুকূলে গুণগতমান সনদ, মোড়কজাত নিবন্ধন সনদ এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন করানোর জন্য বলা হয়েছে।

এসব অভিযানের নেতৃত্ব দেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরদিংদীর ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ।

নিম্নমানের পণ্যের বাজারজাত, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধে জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী‍‍`র এ ধরণের কার্যক্রম চলমান রাখবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!