ভোলার তজুমদ্দিন চাঁদপুর ইউনিয়ন কেয়ামুল্যাহ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে আটক করেছে তজুমদ্দিন থানা পুলিশ। এ সময় তাস ও জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ৫ হাজার ৩শ ৬৫ টাকা উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই শেখ শাহীদুর রহমানের নেতৃত্বে চাঁদপুর ইউনিয়ন কেয়ামুল্যাহ ৯ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধ এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে মো.সোহাগ (২৬) এর চায়ের দোকানের সামনে থেকে ৭ জুয়ারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো.সোহাগ (২৬) মো. শরিফ (৩৫) মো. ফরহাদ (২৬) মো.মোতাহার (৪০) মো.নুর উদ্দিন (৩২) মো.নুর ইসলাম (৪০) মে.দুলাল (২৪)।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চাঁদপুর ইউনিয়ন কেয়ামুল্যাহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরের ঘটনা জানার পর আমরা সেখানে অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ২৬৩ খানা তাস ও জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ৫ হাজার ৩শ ৬৫ টাকা উদ্ধার করা হয়। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :