ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

ফুলবাড়ীতে সমলয় চাষাবাদের উদ্বোধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৮:০৮ পিএম

ফুলবাড়ীতে সমলয় চাষাবাদের উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাইচ ট্রান্সপ্লান্টারের এর মাধ্যমে জমিতে বোরো ধানের চারা রোপণ করে সমন্বিত সমলয় পদ্ধতিতে চাষাবাদের শুভ উদ্বোধন করা হয়েছে।  বুধবার দুপুরে উপজেলার শাহ বাজার এলাকার কৃষক শাহজাহান আলীর উঠানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) আসাদুজ্জামান। আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, স্থানীয় কৃষক সফিয়ার রহমান রব্বানী, নূর মোহাম্মদ মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, বিআরডিবি কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২৪ -২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উপশী জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির সুবিধাভোগী ৮০ জন কৃষকের ৫০ একর জমিতে উপশী ১০২ জাতের ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের এর মাধ্যমে রোপন করা হবে। এজন্য কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে চাষাবাদের প্রয়োজনীয় বীজ, সার বিতরণ করা হয়েছে। শুধু কৃষকদের জমিতে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনই নয় যন্ত্রের মাধ্যমে কৃষকের জমির ধান কাটা-মাড়াই করে দেওয়া হবে বলেও জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। 

আরবি/জেডআর

Link copied!