বগুড়ার ধুনট থানার পুলিশের বিরুদ্ধে আল আমিন (২৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
বুধবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী ভাবনা বেওয়া অভিযোগ করে জানান, গত ২০২৪ সালের ৭ই আগষ্ট বুধবার সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসী ও যুবলীগের ক্যাডার সুমন, আশিকুল রহমান, শাহীন, শফিক, শামীম, জেল হোসেন, ফরিদ, ফারুক বেআইনি ভাবে এলাকায় আধিপত্য বিস্তার করতে এলাকার সাধারন মানুষকে খুন জখম অত্যাচার করতে থাকে তারই প্রেক্ষিতে আমার স্বামী আল-আমিন প্রতিবাদ করলে ঘটনার দিন আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে। তৎপর ঐ হত্যাকান্ড নিয়ে আমি ধুনট থানায় ১টি হত্যা মামলা দায়ের করি। মামলার দায়েরের পর ধুনট থানা পুলিশ আসামীদের গ্রেপ্তার না করে তাদের সাথে আতাত করে চলতে থাকে। আমি বিভিন্ন ভাবে আসামিদের গ্রেপ্তার করতে ধুনট থানায় চাপ প্রয়োগ করি। তখন আসামীরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে আসেন। জামিনে শর্ত থাকে যে, ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজিরা প্রদান করতে হবে।
কিন্তু আসামিগণ নিম্ন আদালতে হাজিরা না দিয়ে বিরদর্পে এলাকায় তাদের অসামাজিক কর্মকান্ড চালাতে থাকে। উক্ত শর্ত না মানলে বিজ্ঞ চীফ কোর্ট থেকে ওয়ারেন্ট দেওয়ার পরেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে বিষয়টি জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। পুলিশ আরও তাদের কাছ থেকে অনৈতিক ভাবে সুবিধা নিয়ে তাদেরকে আরও মাস্তানি কর্মকান্ডে সাহায্য করে যাচ্ছেন এমতাবস্থায় আমি উক্ত ঘটনায় সাংবাদিক ভাইদের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এ ধরনের অভিযোগ সঠিক নয়। আসামিদের গ্রেপ্তার করতে বাদিকে সাথে নিয়ে কয়েক দফায় অভিযান পরিচালনা করেছি। আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আপনার মতামত লিখুন :