ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

চুয়াডাঙ্গায় রাস্তার জমিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের উত্তেজনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১০:৩৭ পিএম

চুয়াডাঙ্গায় রাস্তার জমিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের উত্তেজনা

ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গা-জীবননগরে  রাস্তার জমিকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের মধ্যে উত্তেজনা উভয় পক্ষই থানায় হাজির হয়ে মামলা করেছে। বুধবার দুপুরে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মিনাজপুর গ্রামের মধ্যে যে রাস্তা তৈরি হচ্ছে এ রাস্তা নিয়ে গ্রামের মানুষের দাবি সরকারি জমির উপর দিয়ে রাস্তা না করে এটা মালিকানা জমির উপর দিয়ে  করা হচ্ছে। এ নিয়ে কোটে মামলাও চলছে। মাঝে রাস্তার কাজটি বন্ধ ছিল।কিন্তু গতকাল হঠাৎ কাউকে কিছু না বলে রাস্তার কাজ শুরু করে।জমির মামলা সমাধান না হওয়া পযন্ত কাজ করতে বারন করেন মিনাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবু হানিফসহ তার পরিবারের  কয়েকজন পিটিয়ে রক্তাক্ত  জখম  করে। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। আহত আবু হানিফ অভিযোগ করে বলেন, যেখান দিয়ে রাস্তা করা হচ্ছে এটা  আমাদের মালিকানা জমি।

সরকারি জমি বাদ দিয়ে মালিকানা জমির উপর দিয়ে রাস্তা তৈরু করতে বাধা দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা মুকুল,মান্নানসহ বেশ কিছু নেতাকমি আমারসহ আমার পরিবারের বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত জমখ করেছে এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয় মুকুলের সাথে কথা বললে তিনি বলেন, মিনাজপুর গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তা টা হচ্ছে এটা সবার প্রয়োজন। কিন্তু রাস্তার কাজ বন্ধ করে রাখায় চরম সমস্যা হচ্ছে।

আমরা রাস্তার কাজটি করতে দেওয়ার জন্য হানিফকে বললে তারা আমাদের উপর আগে হামলা চালায় এবং তারা আগে আমাদের কয়েকজনকে মারধর করে। আমরা কেউ তাদের উপর হামলা করিনি।তারা যে অভিযোগ তুলেছে এটা সঠিক না।

বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার বলেন, যেখান দিয়ে রাস্তা হচ্ছে এখন দিয়ে দীর্ঘ দিন রাস্তা রয়েছে যখন রাস্তার কাজ শুরু হয়েছে তখন কেউ বাঁধা দেয়নি হঠাৎ কাজ বন্ধ রাখায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যে কারনে এলাকার কিছু মানুষ রাস্তার কাজ চালুর কথা বললে তারা প্রথমে আমাদের কিছু নেতাকর্মীদের উপর হামলা করে তাদের কুপিয়ে জখম করে। পরে উভয় পক্ষের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়। বাঁকা ইউনিয়ন জামায়াতের নেতা হাফিজুর রহমান বলেন,যে রাস্তা নিয়ে দন্ধের সৃষ্টি হয়েছে এটা সরকারি জমি বাদ দিয়ে মালিকানা জমির উপর রাস্তা নিমান করছে বলে জানতে পারি। এ ঘটনায়  এই রাস্তার জমির মালিকরা কোটে মামলা করেছে এই মামলার কারনে এখানে কাজ বন্ধ রয়েছে। হঠাৎ কাউকে কিছু না বলেই  রাস্তার কাজ শুরু করে এ সময় জমির মালিকরা বাধা দিলে বিএনপির কিছু নেতাকমি তাদের উপর হামলা করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মামুন হোসেন বিশ্বাস বলেন, মিনাজপুর গ্রামে সরকারি রাস্তার জমিকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে উভয় পক্ষই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডআর

Link copied!