ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

কাপাসিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:০৭ পিএম

কাপাসিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় সাত বছরের শিশু বলাৎকারের অভিযোগে জয় চন্দ্র দাস (২৩) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।

এর আগে গতকাল বুধবার রাতের এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা আমজাত হোসেন বলাৎকারের অভিযোগ এনে পেশায় নসিমনচালক ওই কিশোরকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত জয় চন্দ্র দাস উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দরিমেরুন গ্রামের নারায়ণ চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে তার বন্ধুদের সঙ্গে খেলা করছিলো, পরে ওই বখাটে আমার ছেলের সাথে থাকা বন্ধুকে টাকা দিয়ে চকলেট আনতে একটি দোকানে পাঠায়। এদিকে সে আমার ছেলেকে পাখির বাসা ও পাখির বাচ্চা দেখাবে বলে স্থানীয় কালিবাড়ী এলাকার ইটভাটার পাশে জঙ্গলে নিয়ে গিয়ে বলাৎকার করে।

এ সময় শিশুর চিৎকারে জঙ্গলের আশপাশের স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে আমাদের খবর দেন। তবে তার আগেই ওই জায়গা থেকে সটকে পড়েন অভিযুক্ত জয় চন্দ্র দাস।

এ বিষয়ে কাপাশিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শিশুকে বলাৎকারের অভিযোগে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। এরপর জয় চন্দ্র দাসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!