ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৮:২৪ পিএম

বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

ফাইল ছবি

বেনাপোলে বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও  বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩২ জানুয়ারি) দুপুরে বেনাপোল আইসিপি ক্যাম্পের মেইন পিলার ১৮/৮ এস’র শূন্য লাইনে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের।

কোম্পানি কমান্ডার পর্যায়ের এই পতাকা বৈঠকে বিজিবির প্রতিনিধিত্ব করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের। অপরদিকে বিএসএফের প্রতিনিধিত্ব করেন কলকাতা ০৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার।

এর আগে গতকাল বুধবার বেনাপোল আইসিপি ক্যাম্পের অধীনস্থ গাতীপাড়া পোস্টের বিপরীতে ভারতের জয়ন্তীপুর মিজান মোল্লার বাড়ির পাশে বিএসএফ কর্তৃক দুই ফিট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপেক্ষিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি পক্ষ থেকে আলোচনা করলে প্রতিউত্তরে বিএসএফ এর কোম্পানি কমান্ডার জানান, ভারতীয় সিভিল আমিন দ্বারা ব্যক্তি মালিকানা জমি অংশীদার বন্টনের জন্য সীমানা নির্ধারণ করার জন্য সিমেন্টের খুঁটি স্থাপন করা হয়েছে।

বিজিবি কোম্পানি কমান্ডার বলেন, এখন থেকে সীমান্ত এলাকায় কোন উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ করবেন বিএসএফ। বিএসএফ সীমান্তে কোন কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে বিজিবি-বিএসএফ এখন থেকে কোন সংস্কার ও উন্নয়ন কাজ করার আগে উভয় পক্ষ অনুমতি নিয়ে কাজ করার আহবান জানানো হয়। এ ছাড়াও সীমান্তে কোন উস্কানিমূলক কাজকর্ম থেকে বিরত থাকার কথা জানানো হয়।

আরবি/ এইচএম

Link copied!