নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়াকে দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল`র সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ১৭ জানুয়ারি (শুক্রবার) গণমাধ্যমে ‘যুবদল নেতার কোটি টাকার মালামাল লুটের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এরপর সোনারগাঁয়ে আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদকের সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো গেছে, সোনারগাঁ উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার বিরুদ্ধে সুস্পষ্ট দখলবাজিতে জড়িত থাকায় যুবদলের প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :