কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বুশারকান্দা এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রির সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের।
বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন করিমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
প্রকাশ্যে মাটি কাটার ফলে স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় পড়লে ২২ জানুয়ারি দৈনিক রূপালী বাংলাদেশে ‘ফসলি জমিতে চলছে মাটি কাটার মহোৎসব, কৃষকদের কপালে ভাঁজ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আপনার মতামত লিখুন :