সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামের রাধানগর জামে মসজিদের জমি ও বিল জোর করে অবৈধ দখলকারী ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত লাল খাঁর ছেলে ইমানি খাঁ (৪২), মোমেন খাঁ (৩৮) ও মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হক (৪৬) এর বিরুদ্ধে এলাকাবাসী ও মসজিদ কমিটির ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে রাধানগর গ্রামবাসী ও মসজিদ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে জোবায়ের আহমেদ বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাকিল, মসজিদ কমিটির সভাপতি আরব আলী মড়ল, সহ-সভাপতি আলী উছমান, কোষাধ্যক্ষ সাহেদ মিয়া, শাহ আব্দুল্লাহ, নূর মিয়া, সুলতানা খাঁ, রিপন মড়ল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামবাসীর রেকর্ড ভুক্ত জমি ও কান্দাপাড়া জামে মসজিদের নামে ইজারা পেয়ে নাইন্দারবিল অংশ রাধানগর জামে মসজিদকে দিয়ে দেওয়ায় দীর্ঘদিন যাবৎ মসজিদের দখলকৃত নাইন্দারবিল ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত লাল খাঁর ছেলে ইমানি খাঁ (৪২), মোমেন খাঁ (৩৮) ও মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হক (৪৬) নিজস্ব মালিকানা দাবি করে অবৈধভাবে জোর দখলের বিভিন্ন ভাবে পায়তারা করছে। তাই আমরা এর প্রতিবাদে এই মানববন্ধন করছি। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। তা না হলে আমরা জেলা প্রশাসকের কাছে যেতে বাদ্য হবো।
মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন এর কাছে উক্ত সম্পত্তি যাতে নির্বিঘ্নে রাধানগর মসজিদ ভোগ দখল করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত ইমানি খাঁ বলেন, মানববন্ধনের বিষয়ে আমি কিছুই জানিনা। আর কোনো মসজিদের জমি বা বিল আমারা অবৈধ দখল করিনি। আমরা বন্দোবস্তভাবে পেয়েছি। তবে আমাদের বিরুদ্ধে যদি অভিযোগ এনে মানববন্ধন করা হয়ে থাকে তা মিথ্যা বানোয়াট।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, মানববন্ধন হয়েছে আমি শোনেছি। তবে স্মারকলিপিটি এখনও আমার হাতে পৌঁছে নাই। হয়তো অফিসে নাজিরের কাছে দিয়ে যেতে পারে। হাতে পেলে আমি তা খতিয়ে দেখবো।
আপনার মতামত লিখুন :