ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় জিরা-গরু আটক করল বিজিবি

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১০:১৬ পিএম

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় জিরা-গরু আটক করল বিজিবি

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী বাড়ালাকোনা এবং ডুমনিকুড়া নামক স্থান থেকে ৬০০ কেজি ভারতীয় জিরা ও ১০টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

বিজিবি জানায়, ময়মনসিংহ (৩৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ হালুয়াঘাট উপজেলার সূর্যপুর বিওপির একটি টহলদল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এসব জিরা ও গরু আটক করতে সক্ষম হয় তারা।

এ সময় চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার আরো বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!