ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

সিলেটে তারুণ্যের উৎসব উদযাপন

সিলেট ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১০:৪২ পিএম

সিলেটে তারুণ্যের উৎসব উদযাপন

ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) খেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে শাহীঈদগাহ সিলেট সদর উপজেলা পরিষদ খেলার মাঠে (প্রস্তাবিত মিনি  স্টেডিয়াম) অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টায় জাতীয় সংগীত ও বেলুন উড্ডয়নের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন সিলেট সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

খেলায় সদর উপজেলার সাতটি ইউনিয়নের দল অংশগ্রহণ করে। টুকেরবাজার ইউনিয়ন রিজার্ভে সেমি ফাইনালে পৌছে যাওয়ায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ট্রাইবেকারে জালালাবাদ ইউনিয়নকে হারিয়ে কান্দিগাঁও ইউনিয়ন সেমি ফাইনালে পৌছায়। ২য় ম্যাচে মোগলগাঁও ইউনিয়নকে হারিয়ে খাদিমনগর ইউনিয়ন সেমি ফাইনালে পৌছায়। ৩য় ম্যাচে হাটখোলা ইউনিয়নকে পরাজিত করে খাদিমপাড়া ইউনিয়ন সেমিফাইনালে পৌছায়। প্রথম সেমিফাইনালে টুকেরবাজার ইউনিয়নকে হারিয়ে খাদিমপাড়া ইউনিয়ন ফাইনালে পৌছায়।

অন্যদিকে খাদিমনগর ইউনিয়ন দল কান্দিগাঁও ইউনিয়নকে হারিয়ে ফাইনালে পৌছায়। ফাইনাল ম্যাচে ১-০ ব্যবধানে খাদিমপাড়া ইউনিয়ন বিজয়ী হয়।

খেলা শেষে সর্বোচ্চ গোলদাতা, ম্যাচ সেরা খেলোয়াড়, রানার্স আপ দল ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউএনও খোশনূর রুবাইয়াৎ।

খেলা পরিচালনা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা মৎস কর্মকর্তা মো. ছমির উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেস, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম আজাদ প্রমুখ।

আরবি/ এইচএম

Link copied!