ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:৪৩ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ

ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে আজ বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংগঠনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।

এতে আরও বলা হয়, খুলনা বিভাগে সকাল ১০টায়, সিলেট বিভাগে বেলা ১১টায়, বরিশাল বিভাগে বেলা ৩টায়, চট্টগ্রাম বিভাগে (২) বিকেল ৪টায়, ঢাকা বিভাগে বিকেল ৫টায়, চট্টগ্রাম বিভাগে (১) সন্ধ্যা ৬টায়, রাজশাহী বিভাগে সন্ধ্যা ৭টায় ও রংপুর বিভাগে রাত ৮টায় বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বৈঠক আয়োজন করা হবে। সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।

আরবি/জেআই

Link copied!