ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

ঈশ্বরদীতে অবৈধ তিন ইটভাটায় লক্ষাধিক টাকা জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১০:১৬ এএম

ঈশ্বরদীতে অবৈধ তিন ইটভাটায় লক্ষাধিক টাকা জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুর অবৈধ তিন ইটভাটায় যৌথভাবে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাসের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় দাদাপুর এলাকার মন্টু বিশ্বাসের মালিকানাধীন এমএমবি ইটভাটাকে ১ লাখ টাকা, একই এলাকার রঞ্জু মল্লিকের মালিকানাধীন এসএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা ও হেলাল উদ্দিনের মালিকানাধীন বিএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, অবৈধ ইটভাটায় ইউএনও সঙ্গে যৌথভাবে অভিযান চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান জানান, ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো ও পরিবেশ বিনষ্ট করার অপরাধ করে আসছিল। তাই তিন ইটভাটায় অভিযান চালিয়ে ইটপ্রস্তত ও ভাটা প্রস্তুত স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনা, ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং ঈশ্বরদী থানা পুলিশ নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যহৃত থাকবে বলেও জানান তিনি।

আরবি/জেআই

Link copied!