ঘন কুয়াশার কারণে ৯ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৯ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১০ টা ৪০ মিনিটে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকা পর্যন্ত পারাপারের জন্য ট্রাকের সারি সড়কে আটকে রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন যুগান্তরকে বলেন, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এ নৌরুটে ১২টি ফেরি চলাচল ও তিনটি ঘাট চালু রয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :