“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে সিলেট সদর উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী স্টল পরিদর্শনকালে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সহায়ক ভ‚মিকা পালন করবে।
উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ৪৬তম বিজ্ঞান মেলা; ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড; ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার গত ২২ ও ২৩ জানুয়ারি,২০২৫ তারিখ উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ।
সকাল ১১টায় বেলুন উড্ডয়নের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিলেট সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। মেলায় সিলেট সদর উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীবৃন্দ বিভিন্ন গ্রুপে ১৭টি স্টল দেন । উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ স্টল পরিদর্শন করেন । এরপর ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিকাল ৩টায় বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় । এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন । সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মোহাম্মদ শহীদুর রহমান।
বিকাল ৪টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, আইসিটি অফিসার শ্যামল চন্দ্র দাস, সহকারী প্রোগ্রামার সৈয়দ মোঃ আজহার হোসাইন, ইউআইটিআরসিই, (ব্যানবেইস), শিরিনা আক্তার, একাডেমীক সুপারভাইজার, সাজিদ জাকারিয়া, মুফাসসির আহমদ চৌধুরী, শিবলু চন্দ্র দাস, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, মোহন দেব নাথ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ।
আপনার মতামত লিখুন :