ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
অধ্যাপক রেজাউল করিম

শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:৫১ পিএম

শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপাক রেজাউল করিম বলেন, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় তাদের পাশে থাকতে চাই।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা মাদ্রাসা হলরুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম আরো বলেন, আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি জামায়াত ইসলামীর জনকল্যাণমূলক কার্যক্রমের একটি অংশ। শীতের এই সময়ে যারা শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।

এসময় জামায়াতের গোপালগঞ্জ জেলা সেক্রেটারী আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা আমীর ছোলায়মান গাজী, নায়েবে আমীর সেকেন্দার আলী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, সমাজসেবক মনিরুজ্জামান খানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে জামিলা গ্রামের কৃষক আইনউদ্দিন বলেন, এহন শীত বাড়ছে। পরিবারে সবাইর কম্বল নাই। আইজ কম্বল পাইয়া খুব ভালো লাগছে।


 

আরবি/জেডআর

Link copied!