ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

সাবরাং ট‍্যুরিজম পার্ক পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার মূখ‍্য সচিব

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৮:০৫ পিএম

সাবরাং ট‍্যুরিজম পার্ক পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার মূখ‍্য সচিব

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নির্মাণাধীন সাবরাং ট্যুরিজম পার্ক পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দীন মিয়া। শুক্রবার ২৪ জানুয়ারি বিকালে কক্সবাজারের গুরুত্বপূর্ণ এই পার্কের উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

এ সময় তার সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যুগ্ম সচিব দয়ানন্দ দত্ত, কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন, সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামী, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি গিয়াস উদ্দীন, সাবরাং ট্যুরিজম পার্কের ব্যবস্থাপকসহ বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সন্ধ্যায় প্রেস ব্রিফিং কালে প্রধান উপদেষ্টার মূখ‍্য সচিব সিরাজ উদ্দীন মিয়া সাংবাদিকদের বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে গড়ে তোলা হচ্ছে ট্যুরিজম পার্ক। এটাকে কেন্দ্র করে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং মানুষের জীবন জীবিকায় এর প্রভাব পড়বে এবং অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হোক এটাই সরকারের প্রত্যাশা।

দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এ ট্যুরিজম পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ট্যুরিস্ট এলাকা হিসেবে গড়ে উঠবে। সাবরাং ট্যুরিজম পার্কে এরই মধ্যে প্রশাসনিক ভবন, ডাইক নির্মাণ, ব্রিজ নির্মাণ, ছয়ভেন্ট স্লুইস গেট (রেগুলেটর) নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের কাজ, ট্যুরিজম পার্কের আইকনিক ফটো কর্নার নির্মাণ কাজ শেষ হয়েছে।

এছাড়া এখানে প্রতিরক্ষা বাঁধ, ভূমি উন্নয়নকাজসহ পানি সরবরাহ লাইন ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলমান। দ্বিতীয় পর্যায়ে দুটি গেট ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণকাজ চলমান।

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে ৯৬৫ একর আয়তনের এ পার্কটি অবস্থিত। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সাবরাং ট্যুরিজম পার্কে প্রতিদিন দেশি-বিদেশি ৩৯ হাজার পর্যটক ভ্রমণ করতে পারবেন। এতে করে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।

আরবি/জেডআর

Link copied!