ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

বরিশালে টিসিবির ৬০ হাজার ফ্যামিলি কার্ড বাতিল

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৮:৪০ পিএম

বরিশালে টিসিবির ৬০ হাজার ফ্যামিলি কার্ড বাতিল

ছবি: সংগৃহীত

নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি বা পরিবার কার্ডের প্রায় ৬০ হাজার বাতিল করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড নেওয়ার মতো অভিযোগে এসব কার্ড বাতিলের তথ্য নিশ্চিত করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ও টিসিবি কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ও টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল। তারা জানান, বিসিসির ৩০টি ওয়ার্ডের প্রায় ৯০ হাজার কার্ডের মধ্যে বিভিন্ন তথ্য উপাত্ত ভুল থাকা, একই পরিবারে একাধিক কার্ড, বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলে নিবন্ধন না করাসহ বিভিন্ন কারণে এসব কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। বাতিল এসব কার্ড আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে।

সিটি কর্পোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এখন এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা নিচ্ছে। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মধ্যে তিনটি পণ্য বিতরণ করা হয়-দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল। টিসিবির মাধ্যমে ভোক্তারা এসব পণ্য ৪৭০ টাকায় কিনে থাকে।

আরবি/জেডআর

Link copied!