ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:২০ পিএম

বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ

ছবি: সংগৃহীত

সীমান্তের কাছ থেকে মোহাম্মদ আল আমিন (৩৮) নামক কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর কৃষক আল আমিনকে ফেরত এনেছে বিজিবি।

শুক্রবার সকাল ১০ টারদিকে দিনাজপুর বিরলের এনায়েতপুর বিওপি ক্যাম্পের ৩২৩ নম্বর পিলারের দ্বীপ নগর সীমান্ত থেকে জমিতে কাজ করা অবস্থায় কৃষককে ধরে নিয়ে যায়। কৃষক আল আমিন বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কৈকুড়ি পাড়ার রিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায় আজ প্রতিদিনের মতো কৃষক আল আমিন ৩২৩ নম্বর পিলার থেকে ৩৫০ গজ বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে নিজস্ব জমিতে কৃষিকাজ করা অবস্থায় ছয় জন বিএসএফ সদস্য তাকে জোর করে ধরে নিয়ে যায়। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা ভাব বিরাজ করে।

বিকেল তিনটা দিকে এনায়েতপুর বিওপি ক্যাম্পের জিরো পয়েন্ট এলাকায় বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম পিএসসি ও ভারতের পক্ষে ৯১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার বিপেন কুমার নেতৃত্ব দেন।

বাংলাদেশি কৃষক আল আমিনকে ফেরত আনার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে, বিজিবি সদস্যদের হেফাজতে থাকা ভারতীয় নাগরিক হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের ধনুরাম চন্দ্রের ছেলে নারায়ণ চন্দ্র রায় (৪৫)।

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানসহ কয়েকজন জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে আল আমিন ৩২৩ নম্বর পিলার থেকে ৩৫০ গজ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এসময় ছয়জন বিএসএফ সদস্য তাকে মারধর করে। পরে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে দ্বীপনগর গ্রামের কয়েকজন ভারতীয় এক কৃষককে তাঁর জমি থেকে তুলে এনে এনায়েতপুর বিওপি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেন।

বিকেল চারটায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম বলেন, পাঁচজন বাংলাদেশি কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ ধারণা করেছিল সীমান্তের আশেপাশে থাকা কেউ তাদেরকে সহযোগিতা করেছেন। সে সময় আলামিন নামের এক বাংলাদেশি যুবক সীমান্তের খুব কাছাকাছি ছিলো। তারা আলামিনকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিলো। আমাদের পতাকা বৈঠকে বিষয়টির মীমাংসা হয়েছে। বিকেল সোয়া চারটায় আলামিনকে তারা ফেরত দিয়েছেন। ভারতীয় নাগরিকের বিষয়ে তিনি বলেন তাকেও বিএসএফের কাছে ফেরত দেয়া হয়েছে।

আরবি/জেডআর

Link copied!