ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

রংপুরে শীতে বিপর্যস্ত জনজীবন, দুশ্চিন্তায় কৃষক

রংপুর ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১০:৩৭ পিএম

রংপুরে শীতে বিপর্যস্ত জনজীবন, দুশ্চিন্তায় কৃষক

ছবি: রূপালী বাংলাদেশ

রংপুরের আকাশে আজও দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। হিমশীতল আবহাওয়ায় সবচেয়ে বেশি ভুগছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। প্রভাব পড়েছে কৃষিখাতেও। শুক্রবার বেলা ১২টার পরও দেখা মেলেনি সুর্য্যের। রংপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী-রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি আরো দুই থেকে তিন দিন থাকতে পারে।

হিমশীতল আবহাওয়ায় সবচেয়ে বেশি ভুগছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দুপুর পৌনে ১টার দিকে রংপুর নগরীর সাতমাথা এলাকায় রিকশাচালক মোহাম্মদ আলী বলেন, “শীতে একেবারে কাহিল হয়ে গেছি। পেটের তাগিদে ঠান্ডাকে উপেক্ষা করে রাস্তায় বের হয়েছি। তবে রোজগার আগের তুলনায় একেবারে কমে গেছে।”

শুধু শ্রমজীবী নয়, এই বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে কৃষিখাতে। রংপুরের পীরগাছা উপজেলার আলু চাষিদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। এ সময়ে ফসলের পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগের কাজ ব্যাহত হচ্ছে। কৃষকরা শঙ্কিত লেট ব্লাইট রোগ নিয়ে।

পারুল ইউনিয়নের দেউতি এলাকার বাসিন্দা কৃষক ইসমাইল হোসেন বলেন, “আবহাওয়া যদি এমন থাকে, আলুর ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দিনভর গাছ কুয়াশায় ভিজে থাকছে। এ অবস্থায় ঔষধ স্প্রে করার কোনো উপায় নেই।”

এদিকে, শীতজনিত রোগের প্রকোপও বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধ ও শিশু রোগীদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডায়রিয়ার প্রকোপ বেশি। গত তিনদিন ধরে হাসপাতালে রোগীর ভির লক্ষ করা গেছে। এতে চিকিৎসকের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

এছাড়াও রংপুরের বার্ন ইউনিটে দিন দিন বাড়ছে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যাও। চলমান শীতে এখন পর্যন্ত আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চারজন রোগী প্রাণ হারিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আর বর্তমানে বার্ন ইউনিটে প্রায় অর্ধশতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। যার অধিকাংশ রোগী শীত নিবারণে আগুন পোহাতে গিয়েই দগ্ধ হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে শহরের ছিন্নমূল মানুষদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। চরাঞ্চল ও বস্তিগুলোতে পর্যাপ্ত শীতবস্ত্র না পৌঁছানোর অভিযোগ রয়েছে। নগরীর বেশ কয়েকটি এলাকায় শীতার্ত মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই শীতে ভ্রাম্যমাণ শ্রমজীবীর কর্ম হারিয়েছে। শীত বস্ত্র না পেয়ে অনেকটা দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, “প্রতিটি উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও নানা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদেরও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।”

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মুস্তাফিজার রহমান  জানান, আগামী দুই-তিন দিন এমন মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শিশু ও বৃদ্ধদের উষ্ণ পরিবেশে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

চলমান মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন স্বাভাবিক রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের সহায়তা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরবি/জেডআর

Link copied!