ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

লোকালয়ে দলছুট রেসাস বানর দেখতে উৎসুক মানুষের ভিড়

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১০:৫৪ পিএম

লোকালয়ে দলছুট রেসাস বানর দেখতে উৎসুক মানুষের ভিড়

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গার বিভিন্ন গ্ৰামে ঘুরে বেড়াচ্ছে দলছুট বানর। নলডাঙ্গায় হঠাৎ একটি বানরের আগমন ঘটেছে। ক’দিন থেকে নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে বিচরণ করছে বানরটি। স্থানীয় লোকজন বানরটিকে দেখতে ভিড় করছেন। তবে বানরটি এখনও পর্যন্ত কারো কোন ধরনের ক্ষতি করেনি। অস্থির এ প্রাণীটি গ্রামের ভেতর ছুটে বেড়াচ্ছে। কখনও ছাদে, গাছের ডালে, কখনও বাঁশের ঝাড়ে।

স্থানীয় এলাকাবাসী, সারোয়ার হোসেন, হাসান প্রাং, রাসেদ আলম জানান, বানরটি কয়েকদিন থেকে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কখনও ছাদে,টিনের চালে,গাছের ডালে,কখনও বাঁশের ঝাড়ে। বানরটি দেখতে উৎসুক লোকজন আসছে,অনেকে খাবারও দিচ্ছে। বানরটিকে এক নজর দেখতে উৎসুক মানুষ ও ছুটছে পিছু পিছু। মানুষগুলোকে দেখে বানরও অস্থিরতা বোধ করছে। বানরটির যেন কোন ক্ষতি না হয়,সেদিকে প্রসাশনের নজর রাখার অনুরোধ জানান স্থানীয়রা।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান, এটি একটি দলছুট রেসাস বানর (Rhesus Macaque)। বানররা দল বেঁধে থাকে। কোন কারণে হয়তো সে দল থেকে বিতাড়িত হয়ে লোকালয়ে চলে এসেছে। তাকে বিরক্ত না ও খাবার দেওয়া থেকে বিরত থাকলে, হয়তো সে দলে ফিরে যাবে। বানরের কোন ধরনের ক্ষতি না করতে সচেতন করা হচ্ছে। 

আরবি/জেডআর

Link copied!