বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে আজ শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবারও এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক (সিএম) প্রকৌশলী রানা রায় চৌধুরী এ তথ্য জানিয়েছিলেন।
তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা এইচপি ডিআরএস ও কর্ণফুলী ইপিজেডে বিদ্যমান কম্বাইন্ড রেগুলেটিংয়ের জরুরি রক্ষণাবেক্ষণ করা হবে। এ জন্য গ্যাস সরবরাহ কিছু এলাকায় শুক্র ও শনিবার সাময়িক বন্ধ থাকবে।
এদিকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর নেভাল একাডেমি, এয়ার ফোর্স, চট্টগ্রাম ড্রাই ডক, বিমানবন্দর, গুপ্তখাল, ১৫ নম্বর ঘাট ও তার পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস বন্ধ থাকবে।
এ ছাড়া শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত নগরের সল্টগোলা ক্রসিং থেকে পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, কেইপিজেড, নৌবাহিনী, র্যাব-৭, বিমানবাহিনী, স্টিল মিল বাজার ও তার পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
আপনার মতামত লিখুন :