ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বগুড়ায় দেয়ালে ‍‍`জয় বাংলা‍‍` লিখুনি, বোমা বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৩:০১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কলেজের দেয়ালে জয় বাংলা ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লিখে জানান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এদিন হাতবোমা (ককটেল) বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বগুড়ার নন্দীগ্রামে পৃথক ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ বিরোধী মোটরসাইকেল মহড়া ও ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। নেতাকর্মীরা প্রতিবাদী স্লোগানে সোচ্চার হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে নিষিদ্ধ ছাত্রলীগ কলেজ দেয়ালে লিখুনি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে নন্দীগ্রাম শহর বাসস্ট্যান্ডের বগুড়া-নাটোর মহাসড়কে দুটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরণের পরই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজের দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনার নাম লিখে যায় দূর্বৃত্তরা। পরদিন শুক্রবার বিষয়টি জানার পর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকের নেতৃত্বে নেতাকর্মীরা কলেজ চত্বরে গিয়ে লেখাগুলো রং দিয়ে মিশিয়ে দেয়। এদিন রাতে বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্কিত হন স্থানীয়রা।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, কলেজের দেয়ালে লিখুনির ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একটি বিস্ফোরণ হলেও কেউ হতাহত হয়নি। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।