ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারে দালালের আস্তানা থেকে মালয়েশিয়াগামী ১৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:৩৫ পিএম

কক্সবাজারে দালালের আস্তানা থেকে মালয়েশিয়াগামী ১৭ রোহিঙ্গা উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

অভিযান পরিচালনা করে দালালের আস্তানা থেকে মালয়েশিয়াগামী ১৭ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে নৌবাহিনী। এসময় এক দালালকে আটক করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার  আফজাল হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের আস্তানায় একদল রোহিঙ্গা এবং বাংলাদেশি মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখেন। এমন সংবাদে টেকনাফ নৌবাহিনীর কন্টিজেন একটি দল পাহাড়ে অভিযান পরিচালনা করে ১৭ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে। তার মধ্যে আলী আব্দুল্লাহ নামের এক দালালকে আটক করা হয়।

উদ্ধার ভিকটিমদের মধ্যে ৩ জন বাংলাদেশি নাগরিক, ১৪ জন রোহিঙ্গা নারী -পুরুষ ও শিশু রয়েছে। উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং আটক দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার দিকে নৌবাহিনী ১৭ মালয়েশিয়াগামী ও একজন দালালকে থানায় সোপর্দ করেছেন। 

আরবি/জেডআর

Link copied!