গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা দিতে ক্যাম্পাসে যান। পরীক্ষা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে আটক করেন। তখন শরিফুলের অনুসারী ছাত্রলীগের কয়েক কর্মী শিক্ষার্থীদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে দাবি শিক্ষার্থীদের। ঘটনার পর দফায় দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। বিকেলের পর পরিস্থিতি শান্ত হয়।
জানা গেছে, হামলায় কৃষিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্যাম্পাসে নেতৃত্ব দেওয়া অন্যতম সমন্বয়ক জসিম উদ্দিন এবং আরেক সমন্বয়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওমর শরীফ আহত হন। এ ছাড়া হামলার ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক রাসেল হোসেন ও আতিক ফয়সাল আহত হন।
জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘শরিফুল ৫ আগস্টের পরও বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে আধিপত্য দেখাতে থাকে। গতকাল পরীক্ষা দিতে আসলে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে সমন্বয়কদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্টরের সঙ্গে কথা বলেছি।’
হামলায় আহত ওমর শরীফ বলেন, ‘ছাত্রলীগ নেতা শরিফুলকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমাদের ওপর হামলা হয়েছে।’
এ বিষয়ে প্রক্টর আরিফুজ্জামান রাজিব সাংবাদিকদের জানান, তিনি সাপ্তাহিক বন্ধের ছুটিতে বাড়িতে রয়েছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ঘটনাটি শুনেছেন। বিশ্ববিদ্যালয়ে এসে বিষয়টি দেখবেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, ছাত্রদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ক্যাম্পাসের ভেতরে যায়নি। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
আপনার মতামত লিখুন :