ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে বিএনপির ৩১ দফা নিয়ে প্রতিনিধি সভা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ১১:৪০ পিএম

চট্টগ্রামে বিএনপির ৩১ দফা নিয়ে প্রতিনিধি সভা

ছবি: সংগৃহীত

রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর, ২৮নং পাঠানটুলী ওয়ার্ড বিএনপি এবং তার সব অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম।

প্রধান অতিথি বলেন, ৩১ দফার বাস্তবায়নের জন্য সবার আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের মাঝে এই দফাগুলোর গুরুত্ব তুলে ধরতে হবে এবং তাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে রাষ্ট্র গঠনে এর প্রয়োজনীয়তা বুঝাতে হবে।

প্রধান বক্তা জানান, ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের পরিকল্পনা দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ। আমাদের একসঙ্গে কাজ করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, যাতে দেশের ভবিষ্যত শক্তিশালী এবং সুশাসিত হয়। একসাথে আমরা সফল হবো এবং উন্নতির পথে এগিয়ে যাবো।

এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সাবেক সি: যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন সোহেল, সাবেক ২৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সবুর আকবর, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ ইলিয়াস, শামসুল হুদা চৌ, আবদুল, নগর ছাত্রদল নেতা রাজিবুল হাসান রানা, জাফর আলম, জাবের আহমদ, মোহাম্মদ রফিক, জিএম লিটন, সেলিম খান, রেজা আলী, খলিলুর রহমান বাপ্পি সহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

সভাটি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মহানগর বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আরবি/জেডআর

Link copied!