নারায়ণগঞ্জের আড়াইহাজারে বোন জামাইকে লাঞ্ছিত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার প্রতিবাদ করায় শ্যালক আব্দুল আউয়াল (৫০) কে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ও টেটা বিদ্ধ করে এবং লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের দলদী এলাকায় (২৫ জানুয়ারী) শনিবার দুপুরে।
আহত আউয়ালের নিকট আত্মীয়রা জানান, দলদী গ্রামের ওসমানের ছেলে রানা (২৩) গত ২২ জানুয়ারি বৃহষ্পতিবার রাতে একই ইউনিয়নের মাধবদী এলাকায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনীর শিকার হয়। এর জের ধরে রানার পরিবার মাধবদী এলাকাবাসির উপর ক্ষিপ্ত ছিলো।
ঘটনার সময় মাধবদী গ্রামের হাবিবুর রহমানকে দলদী এলাকায় দেখতে পেয়ে রানাসহ তার পরিবারের লোকজন হাবিবুরের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে লাঞ্ছিত করে। এ ঘটনার সংবাদ পেয়ে হাবিবুরের শ্যালক একই গ্রামের হাজী নুরু মেম্বারের পুত্র আব্দুল আউয়াল ঘটনা স্থলে গিয়ে ঘটনার প্রতিবাদ করলে রানার পরিবারের লাকজন আব্দুল আউয়ালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয় ও টেটা বিদ্ধ করে এবং লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আউয়ালের নিকট আত্মীয়রা জানান।
আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামে ঝগড়া হয়েছে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :