কুমিল্লায় মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে এক যুবককে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ঘটনাটি ঘটেছে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামে। নির্যাতিত সেই যুবকের নাম ইমরান হোসেন (২১)।
সম্প্রতি এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর অভিযুক্তরা সবাই গা ঢাকা দিয়েছে।
এই ঘটনার পর শনিবার (২৫ জানুয়ারি) বিকালে ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শহিদুর রেজা রতন মিয়াজী দৌলতপুরের চিহ্নিত সন্ত্রাসী। এলাকায় তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। ইমরান তার সামাজিক অপকর্মের বিরুদ্ধে প্রায় সময়ে প্রতিবাদ করত। এতে ক্ষিপ্ত হয়ে ইমরানকে হুমকি দিয়ে আসছিল ওই বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যার পরে তারাশাইল বাজার বিকাশ দোকান থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ইমরানকে একা পেয়ে সেই সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। পরে মসজিদের সামনের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মায়ের সামনেই তার ওপর নির্যাতন চালায় তারা।
পরে স্থানীয়রা ইমরানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে ইমরান সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ইমরানের মা আফরোজা বেগম বলেন, ‘আমার চোখের সামনেই আমার ছেলেকে অমানুষিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। আমি মা হয়েও আমার ছেলের জন্য কিছু করতে পারিনি। আমাকেও অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল তারা। আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি সেই সন্ত্রাসীদের বিচার চাই।’
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন বলেন, যুবকের মা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ভাইরাল সেই সিসিটিভি ফুটেজ আমাদের সংরক্ষণে আছে। ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত সবাই এলাকা ছেড়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :