‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ও মাদক ও অপকর্ম প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে তরুণ-তরুণীদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সাইক্লিং প্রতিযোগিতায় ৫০টির বেশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
উদ্বোধন শেষে, বড় মাঠ থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। পরে সাইকেল র্যালিতে অংশ নেওয়া সকল তরুণ ও তরুণীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ইসরাত ফারজানা তরুণ-তরুণীদের উদ্দেশ্য করে বলেন, `মাদক ও সমাজে অপকর্ম থেকে তরুণদের দূরে রাখার জন্য সচেতনতামূলক একটি প্রোগ্রামের আয়োজন করা। তাই আজকে তোমার যারা অংশগ্রহণ করেছো ও তোমাদের সহপাঠী যারা আছে তাদের ভালো কাজে উৎসাহ প্রদান করাও তোমাদের দায়িত্ব। আগামীর প্রজন্ম যেন ঠাকুরগাঁও জেলার সকলের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারো সেই আশাবাদ আমি রাখছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন প্রমুখ।
মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ থেকে দূরে রাখা ও সচেতনা সৃষ্টির জন্যই আজকে এই আয়োজন করা হয়েছে বলে জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :