ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ভাঙ্গায় কৃষক দলের বিশাল সমাবেশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৪:১৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে রেললাইন সংলগ্ন চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

শৈরাচার আর ফ্যাসিবাদের দোসররা আর ফিরতে পারবেনা। কারণ তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। তারা সারা দেশের বিরোধী দলের নেতাকর্মীদের উপর ষ্টীমরোলার চালিয়েছে। তারা দূর্নীতির পাহাড় গড়ে এক রাতের মধ্যে দেশ থেকে পালিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবার হাজারো নেতাকর্মীদের রেখে দেশ থেকে চোরের মতো পালিয়ে গেছেন। এজন্য দলীয় নেতাকর্মীদের দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করা উচিত। তিনি সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন।

বাবুল আরও বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানের সাঙ্গপাঙ্গরা দিল্লি হোটেলে বসে দিন পার করছে। জিয়াউর রহমান জীবনের ঝুঁকি ৷ নিয়ে যুদ্ধ করেছেন। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, শেখ পরিবারের মধ্যে একজনও মুক্তিযোদ্ধা নেই। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করবে। এজন্য ফসলের ন্যায্য দাম ঠিক করা, কৃষি উপকরণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। 

ইউপি কৃষক দলের সভাপতি খন্দকার লিটনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঘারুয়া ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিন্নাত আলী খালাসি, জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার সদস্য সচিব মিরাজ হোসেন, সহ-দপ্তর সম্পাদক সুলতান সুলাইমান, জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি নিশাত আহমেদ, উপদেষ্টা জুল আফরোজ মজুমদার, সাধারণ সম্পাদক মো. জিয়ামিন, জেলা ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম ভিপি শহিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান খালেদ, পৌর কৃষক দলের আহবায়ক আলম মুন্সী, কৃষক দলের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট সুমন পারভেজ, ভাঙ্গা পৌর শাখার সভাপতি সাঈদ মুন্সী, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী, শাওন মুন্সি, জাতীয়তাবাদী দলের ঘারুয়া ইউপি সভাপতি আলীমুজ্জামান মধু মিয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।