ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মাথায় লালকাপড় বেঁধে মানববন্ধনে টেকনাফের শ্রমিকরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৬:৩৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে অর্থ আত্মসাতের অভিযোগে ধর্মঘট করেছে কর্মরত শ্রমিকরা। বন্দরের প্রধান গেট সংলগ্ন কক্সবাজার টেকনাফ মহাসড়কে মাথায় লালকাপড় বেঁধে মানববন্ধন করেছেন শ্রমিকরা পাশাপাশি পণ্য খালাস বন্ধ রেখেছেন তবে শুধু মিয়ানমারে পণ্য রফতানির কার্যক্রম চালু রয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে বন্দরের গেটে মানববন্ধন করেছেন শ্রমিকরা। 

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী রূপালী বাংলাদেশকে বলেন, ‘শ্রমিকদের একটি অংশ পণ্য খালাস বন্ধ রেখেছে। তবে মিয়ানমারে পণ্য রফতানি কার্যক্রম চলু রয়েছে। কি কারণে ধর্মঘট ডেকেছে সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি এবং তাদের দাবীগুলো মূলত কি তা খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে।

সুত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বাণিজ্যঘাটে আমদানিকৃত মালামাল পণ্য খালাস বন্ধ রয়েছে। এ ঘাটে শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে বন্দরের গেটে মাথায় লালকাপড় বেঁধে মানববন্ধন করছেন। এতে পণ্যবাহী বোট ঘাটে নৌঙর অবস্থায় পড়ে আছে। 

স্থলবন্দরের শ্রমিক শামশুল আলম বলেন, ‘আমরা সারা দিন কাজ করে ন্যায্য মজুরি পাচ্ছি না। তাই কাজ বন্ধ রেখেছি।আমাদের দাবী মেনে নেয়া না হলে এ ধর্মঘট আরও বেগবান হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শ্রমিক বলেন, মূলত মাঝিরা ট্রাকপ্রতি ৭ হাজার টাকা করে ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করলেও আমাদের পাচঁ হাজার টাকা করে মজুরি দিচ্ছে। তা ছাড়া সরাসরি বোট থেকে পণ্য গুদামে খালাস করলে মজুরি দিচ্ছে না। যা আমরা আগে থেকে আদায় করতাম। এটা জগন‍্য অন‍্যায়। আমরা রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবো আর সুবিধা নিবে কতিপয় লোভী প্রকৃতির লোকজন, এটা হতে দেয়া যাবেনা।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের শ্রমিক নেতা মো. আজগর মাঝিকে ফোনে পাওয়া যায়নি। তবে আরেক মাঝি মো. করিম বলেন, ‘শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখেছেন। কিন্তু ব্যবসায়ীরা মজুরি না বাড়ালে মাঝিরা কীভাবে শোধ করবেন।

স্থল বন্দরের ব‍্যবসায়ী মোঃ ইদ্রিস বলেন, শ্রমিকদের দাবী যুক্তিসঙ্গত মনে হয়েছে আমার। আমি চাই তাদের পরিশ্রমের টাকা ন‍্যায‍্যভাবে পাওয়া দরকার।

টেকনাফ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘শ্রমিকদের ধর্মঘটের কারণে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে। মূলত এটি মাঝি এবং শ্রমিকদের সমস্যা, আমাদের না।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগে শ্রমিকদের স্থলবন্দরে কর্মবিরতির খবর শুনেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহন করা হবে।