ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের চাপায় প্রাণ হারালো দুই সন্তানের জননী রুবিনা আক্তার(৩৫)। রোববার ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় আনোয়ার সিমেন্ট শীট ইন্ডাস্ট্রির সামনে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী লেনে মাইক্রোবাসের ধাক্কায় রুবিনা (৩৫)নামে এক পথচারী নিহত হয়েছে।
মৃত্যু রুবিনার স্বামী, মোঃ ফয়েজ আহম্মেদ জানায়, তার স্ত্রী রুবিনা স্থানীয় আনোয়ার সিমেন্ট ফ্যাক্টরিতে রান্না-বান্নার কাজ করতেন। প্রতিদিনের নেয় আজও সকালে কাজের উদ্দেশ্যে রওনা হলে রাস্তা পারাপারের সময় দ্রুত গামী একটি মাইক্রোবাস তার স্ত্রীকে ধাক্কা দিলে মাথায়, মুখে আঘাত প্রাপ্ত হয়ে রক্তক্ষরণে মারা যায়।
নিহত রুবিনার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার, রাধানগর গ্রামে। রুবিনা আনোয়ার সিমেন্ট শীট ইন্ডাস্ট্রির এ রান্না-বান্নার কাজ করে তার এক ছেলে এক মেয়ে এবং স্বামীকে নিয়ে গজারিয়ায় থেকে কাজ করতেন।
রুবিনাকে ধাক্কা দেয়া গাড়ির ড্রাইভার ফারুক সহ মাইক্রোবাসটি আটক করে গজারিয়া থানায় আনা হয়েছে। সে সঙ্গে দূর্ঘটনায় নিহত রুবিনার মরদেহ থানায় আনা হয়েছে।
মৃত্যু রুবিনার স্বামী মোঃ ফয়েজ আহম্মেদ কান্না করতে করতে জানায়,এখন আমি এ দুই সন্তান নিয়ে কোথায় যাবো। শত কষ্টের মাঝেও রুবিনা আমার সংসারটি সাজিয়ে সন্তান দুটি কে আগলে রেখেছিল। মায়ের লাশের পাশে বসে দুই সন্তানের কান্নার আহাজারিতে থানা এরিয়া ভারি হয়ে উঠেছে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই রাশেদুল ইসলাম জানান, ঢাকা মেট্রো-চ ১৫-১৭৮২ মাইক্রোবাস সহ চালককে আটক করা হয়েছে। নিহতের স্বামী এসেছে এবং সে সঙ্গে তাদের দেশের বাড়ির আত্মীয় স্বজন আসতেছে। এ বিষয়ে পুলিশ আইন আনুক ব্যবস্থা নিচ্ছে।