ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ধামরাইয়ে মানিকগঞ্জ সমিতির সভাপতি দুলাল, সম্পাদক রাজিব

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৭:৩৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ধামরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন মানিকগঞ্জ কল্যাণ সমিতি এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই শতাধিক ভোটারের উপস্থিতিতে এ নির্বাচনের কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি হয়েছেন সিরাজুল হক দুলাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন কাজী রাজিব হাসান।

গত (২৫ জানুয়ারি) শনিবার সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্যে দ্বি-বার্ষিক-২০২৫-২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আগামী দুই বছরের জন্য ২৪ সদস্যের এ কমিটিতে সম্পাদক মন্ডলী ১১ জন, কার্যকরী পরিষদ ৬ জন, উপদেষ্টা মন্ডলী ৭ জনকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়।

এ কমিটিতে সভাপতি হিসেবে মো: সিরাজুল হক দুলাল, সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী রাজিব হাসান, যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক জায়েদী, সাংগঠনিক সম্পাদক ছাইদুল ইসলাম খান, ক্যাশিয়ার আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ হামিদা আক্তার মুন্নি, মহিলা বিষয়ক সম্পাদিকা নুসরাত জাহান জুলিয়া, সমাজকল্যান সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম।