ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
বুলেটপ্রুফ ভেস্ট পেল কোথায়

পুলিশের ভেস্ট পরে বন্দুক হাতে সংঘর্ষে যুবলীগকর্মী গুলিবিদ্ধ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৯:৫৩ পিএম

পুলিশের ভেস্ট পরে বন্দুক হাতে সংঘর্ষে যুবলীগকর্মী গুলিবিদ্ধ

ছবি : রূপালী বাংলাদেশ

পরনে পুলিশের ‘বুলেটপ্রুফ জ্যাকেট’ পরে বন্দুক হাতে প্রতিপক্ষকে শায়েস্তা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। মাটিতে পড়ে থাকা আহত ওই যুবকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায় তার পরনে থাকা বুলেটপ্রুফ জ্যাকেটে ইংরেজি বড় অক্ষরে লেখা আছে ‘পুলিশ’।

এর পরই জনমনে প্রশ্ন উঠেছে ওই যুবক পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট কোথাই পেলেন? তার পরিচয় কী?

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরে সংঘর্ষে গিয়ে গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম রুবেল মিয়া (২৫)।

তিনি নরসিংদী রায়পুরা উপজেলা বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার (২৬ জানুয়ারি) সকালে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই সময় চেয়ারম্যান রাতুলের পক্ষ হয়ে কারাগার থেকে লুট হওয়া পুলিশের একটি বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রতিপক্ষের বিরুদ্ধে বন্দুক হাতে সংঘর্ষে নামেন রুবেল মিয়া।

সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের অনুসারী আলমগীর হোসেন আলম (১৯) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

একই সময় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন রুবেল। সংঘর্ষ চলাকালে আহত হয়ে মাটিতে পরে থাকা তার একটি ছবি ভাইরাল হয়।

স্থানীয়রা আরও জানায়, রুবেল যুবলীগকর্মী। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান রাতুল ও ইউনিয়ন যুবলীগ নেতা হারুন মিয়ার অনুসারী।

৫ আগস্টের আগে নরসিংদী কারাগার থেকে অস্ত্র, গুলি, বুলেটপ্রুফ জ্যাকেটসহ অন্যান্য জিনিসপত্র লুট হয়। যা এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। লুট হওয়া পুলিশের সেই বুলেটপ্রুফ জ্যাকেট পরেই বন্দুক হাতে রবিবার সকালে সংঘর্ষে নামেন রুবেল। পরে প্রতিপক্ষের গুলিতে আহত হন তিনি।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান জানান, সংঘর্ষে আহত একজনের পরনে পুলিশের ভেস্ট পরা ছিল। ৫ আগস্টের আগে-পরে থানা ও নরসিংদী কারাগার থেকে অস্ত্র, গুলি, বুলেটপ্রুফ জ্যাকেট লুট করে এনে তা ব্যবহার করছে পলাতক আসামি ও সন্ত্রাসীরা। এ ব্যাপারে তদন্ত চলছে। লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার অভিযান চলমান বলে জানান তিনি।

আরবি/ এইচএম

Link copied!