ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

খুলনা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১০:৩৬ এএম

১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

ছবি: রূপালী বাংলাদেশ

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন খুলনার ট্যাংক লরি শ্রমিকরা। গতকাল রোববার দুপুর ১টা থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এতে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ আছে। 

কর্মবিরতির কারণে পদ্মা, মেঘনা ও যমুনা- এ তিন ডিপো থেকেই তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংক লরি শ্রমিক কল্যাণ সমিতি এ কর্মবিরতির ডাক দিয়েছেন। 

তিনি আরও জানান, বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন, সেখানেই গাড়ি রেখে প্রতিবাদ শুরু করেছেন। 

নগরের নতুন রাস্তার কাছে বিআইডিসি সড়কের কাশিপুর মোড়ে দুপুর ১টা থেকে শ্রমিকরা সড়কে এলোমেলোভাবে গাড়ি দেখে যান চলাচল বন্ধ করে দেন। এতে খালিশপুর হয়ে দৌলতপুরের দিকে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না।

শ্রমিক নেতা জাকির হোসেন বলেন, আমাদের সেক্রেটারি আলী আযিমের নামে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের মামলায় খালিশপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা সময় বেঁধে দিয়েছি- বিকেল ৫টার মধ্যে যদি তাকে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা আরও বড় কর্মসূচি দেব। 

জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ওই শ্রমিক নেতা এজাহারনামীয় আসামি। বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!