সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরে গঠিত ৮৬টি পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা সদস্য সচিব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা পিআইসি মনিটরিং কমিটির সদস্য ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তানজিদা আজাদ সম্পা, ৫৮নং পিআইসির সভাপতি আবুল বাশার, ৮০নং পিআইসির সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় পিআইসি কমিটির সভাপতি সদস্য সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন এবং আরও বলেন আমি ধর্মপাশায় নতুন, আপনারা সকল কাজে আমাকে সহযোগীতা করবেন, আমিও সবসময়,সকল কাজে আপনাদের পাশে থাকব। দ্রুত সময়ের মধ্যেই বিলের চেক দিয়ে দেওয়া হবে বলে আসস্থ করেন।
আপনার মতামত লিখুন :