বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে কেএনএফ’র দুই সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টায় জেলার রুমা উপজেলার কেপলংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ওই দুই সন্ত্রাসী হলেন, ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬)। তারা দুইজনই এএনএফ’র সক্রিয় সদস্য।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালায়। এসময় ভান মুন লম বম এবং ফিলিপ খিয়াংকে আটক করা হয়। আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :