ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১২:১৩ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে নিয়মিত বিক্রি হচ্ছে টিসিবির পণ্য।

তবে সোমবার (২৭ জানুয়ারি) সেখানে টিসিবির বিক্রি করা চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত ছিল বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল বিক্রির খবরটি ছড়িয়ে পরলে সেখানে উপস্থিত হতে থাকে টিসিবির কার্ডধারীরা। তাদের সঙ্গে অনেক পথচারী যুক্ত হয়ে এই বিষয়ে প্রতিবাদ জানায়।

পরে ভুক্তভোগীরা বিষয়টি জানায় রাজারহাটের ইউএনওকে। টিসিবির কার্ডধারী জাহাঙ্গীর আলম বলেন, এই চাল খাওয়ার অনুপযোগী। হাঁস মুরগিকে খাওয়ানো ছাড়া এই চাল মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। 

আরেকজন কার্ডধারী রেজাউল ইসলাম বলেন, এখানে পঁচা, দূর্গন্ধযুক্ত, পোকা ধরা এবং খাওয়ার অনুপযোগী চাল বিক্রির জন্য আনা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই আমরা।

এই এলাকায় চারজন ডিলার সমন্বিতভাবে টিসিবির নিয়মিত পণ্য বিক্রি করেন। তাদের মধ্যে একজন ডিলার হচ্ছেন হরিশ্চন্দ্র। তিনি বলেন, গুদাম থেকে যেভাবে পেয়েছি আমরা সেই ভাবেই চালগুলো বিক্রি করছি।

আরেকজন ডিলার সেকেন্দার আলী বাবলু বলেন, ওসি এলএসডি এসেছিলেন। যেই কয়েক বস্তা খারাপ চাল পাওয়া গেছে সেগুলো আলাদা করা হয়েছে।

ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়েই খারাপ চাল দেওয়া বন্ধ করেছি। ওসি এলএসডি হুমায়ুন কবীর বলেন, পোকা-মাকড় তাড়ানোর জন্য যে স্প্রে করা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এ রকম হয়ে থাকতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আল ইমরান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।