ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ট্রেন বন্ধে ক্ষুব্ধ যাত্রীরা, স্টেশনে ভাঙচুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১০:১৫ এএম
ছবি: সংগৃহীত

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দেন রানিং স্টাফরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভোর থেকে শত শত যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা বিপাকে পড়েন। এ কারণে ক্ষুব্ধ হয়ে অনেকেই স্টেশনে ভাঙচুর করেন।

সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রবেশমুখে কয়েকটি চেয়ার ভেঙে পড়ে আছে এবং ট্রেনের অপেক্ষায় রয়েছেন শত শত যাত্রী।

রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্য অনুযায়ী, রাজশাহী স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়, কিন্তু আজ সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

এদিকে, সকাল থেকে যাত্রী নিরাপত্তা এবং বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্টেশনে অবস্থান নিয়েছেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, সকালে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করেছেন, তবে তেমন কোনো বড় ধরনের ভাঙচুর ঘটেনি। নিরাপত্তার জন্য সেনাবাহিনীও উপস্থিত ছিল এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।