ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাঁশখালীতে ডা. আবদুর রহিম সংবর্ধিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০২:১৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বাঁশখালীর কৃতীসন্তান ডা. আবদুর রহিম জেনারেল সার্জারিতে এমসিপিএস ডিগ্রি লাভ করায় বাঁশখালী লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গতকাল ২৭ জানুয়ারি এক সংবর্ধনার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন আগ্রাবাদ মা-শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের কনসাল্টেন্ট ডা. শাহেদ বিন মোস্তফা, সংবর্ধিত ডাক্তারের সহধর্মীনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. মনিরা ইয়াছমিন, বাঁশখালী পল্লী ডাক্তার সমিতির সেক্রেটারি ডা. হারেছ, লাইফ কেয়ার হাসপাতালের এমডি মোহাম্মদ হেফাজ উদ্দীন, এডমিন মোহাম্মদ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. হেলাল উদ্দীন ও বাঁশখালী ফরিয়ার সভাপতি মেজবায়ুল হক।

সংবর্ধিত অতিথি ডা. আবদুর রহিম বাঁশখালী লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে কাজের প্রশংসা করেন। সেবার মান যেন অটুট থাকে সে পরামর্শ দেন তিনি।