কুষ্টিয়ায় জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের মানসিক ট্রামা নিরসনে কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এর আগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে "বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে, ২৮ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন আকুল উদ্দিন, জেলা সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও ছাত্র- ছাত্রীবৃন্দ।
এতে আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের যাচাই-বাছাই কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ আল মাসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র আবু সালেহীন প্রমুখ।