ভোলার লালমোহনে ২০২৪- ২৫ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বোরো ধানের সমালয়ে চাষাবাদ এর জন্য রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন ভোলার আয়োজনে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ভোলা এর উপ- পরিচালক মো. হাসান ওয়ারিসুল (কবির)।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশীক দেবনাথের সঞ্চালনায় এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস, মো.রফিকুল আমিন, টুটুল চন্দ্র শাহাসহ উপকারভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাইস ট্রান্সপ্লান্টারে অর্থ ও সময় সাশ্রয় হয়। তিন একর জমিতে চারা রোপণে ১০ জন শ্রমিকের একদিন সময় লাগে। অথচ সেখানে যন্ত্রের মাধ্যমে করলে মাত্র একঘন্টা সময় লাগে। হাতে রোপণে ব্যয় হয় ৬ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা আর যন্ত্রের মাধ্যমে ব্যয় হয় ৪ হাজার টাকা থেকে সাড়ে চারহাজার টাকা।
আপনার মতামত লিখুন :