ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজশাহী রেলস্টেশনে হামলার ঘটনায় মামলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহী রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে রাজশাহী রেলওয়ে থানায় স্টেশন ম্যানেজার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজশাহী রেলস্টেশন ম্যানেজার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন এবং এতে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওসি আরও জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের মূল হোতা সুমন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হবে।