সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য উত্তরসূরী চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে এক বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাসের মালয়েশিয়া শাখা।
জাসাস মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদ আহমেদ মাসুমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমতিয়াজ আবিরের সঞ্চালনায় প্রবাসী সাইফুল ইসলামের কন্ঠে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা শুরু হয়।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মালয়েশিয়া জাসাস নেতা বাঁশখালীর কৃতীসন্তান বাদশা মিয়া, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তারেক, মালয়েশিয়া জাসাসের যুগ্ম আহবায়ক শাওন ইসলাম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক ছাত্রনেতা পলাশ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশের কর্মক্ষম ২৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান করা না গেলে বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা আরও বহুগুণ বেড়ে যেত। এদেশের উন্নয়নের মূল নায়ক কৃষক, শ্রমিক, মজুর, সাধারণ মানুষ, বিশেষ করে সারা পৃথিবীতে অবস্থানকারী অভিবাসী ভাই-বোনেরা। অভিবাসী কর্মীরা আমাদের সোনার সন্তান।
আপনার মতামত লিখুন :