ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফটিকছড়িতে ফার্মেসিতে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ভারতীয় ওষুধ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ১১:০৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্রয় নিষিদ্ধ ভারতীয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযানে ৩ টি ফার্মেসীকে তিন লক্ষ টাকা জরিমানা ও দুই লক্ষ টাকার বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। 

২৯ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিরহাট ও বিবিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানের মালিক আবু জাফরকে দেড় লক্ষ টাকা, মোঃ ইসরানুল হুদাকে ৫০ হাজার টাকা, পারভেজ চৌধুরীকে ১ লক্ষ টাকা ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর তিনটি ধারায় জরিমানা করা হয়। এসময় এসব ফার্মেসীতে থাকা ২ লক্ষাধিক টাকার বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আদায়কৃত অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জব্দকৃত সরকারি এবং নমুনা ঔষুধ মানব সেবা প্রদানের জন্য গাউসিয়া হক কমিটিকে দেয়া হয়েছে।

জানা যায়, বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনহীন, বিক্রয় নিষিদ্ধ, ভারতীয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও শিশুখাদ্য দেদার বিক্রি হচ্ছে। আইন অমান্য করে এসব ওষুধ দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে ফার্মেসী মালিকরা। ওষুধ ও উপজেলা প্রশাসন বিভিন্ন সময় অভিযান করলেও এসবের তোয়াক্কা করছেনা। তাদের দাবী, অনুমোদনহীন ওষুধ, ভিটামিন ও বিভিন্ন প্রসাধনী চিকিৎসকরা প্রেসক্রিপশনে লিখছেন বলেই তা বিক্রি করতে হচ্ছে তাদের।