ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বিদেশে পালাতে গিয়ে ছাত্রলীগ নেতা সীমান্ত গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৬:১৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বিদেশে পালানোর সময় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদের জানানো হয়েছে। আমাদের একটি টিম ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলা এবং দুই শিক্ষার্থীদের নিহতের ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে। তাকে পাবনায় এনে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন।

এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নামের দুই শিক্ষার্থী নিহত হন এবং অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় দুটি মামলাতেই সীমান্তকে আসামি করা হয়েছে। এর পর থেকেই ‍তিনি পলাতক ছিলেন।