ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বোনের অর্থ আত্মসাৎ, ভাই ও ভাবি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৩:৪৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বোনের অর্থ আত্মসাৎ ও মারধরের অভিযোগে ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (৩০ জানুয়ারি) রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-পটিয়া উপজেলার মৃত মোহাম্মদ ইউনুছের ছেলে শামসেদ আলম এবং তার স্ত্রী মরিয়ম বেগম। শামসেদ আলম কক্সবাজারের ঝিনুক মার্কেটের ব্যবসায়ী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শামসেদ আলম তার ব্যবসা সম্প্রসারণের জন্য বোনের কাছ থেকে কয়েক দফায় ১০ লাখ টাকা নেন। পরে আরও টাকা দাবি করতে থাকেন। পাওনা টাকা ফেরত চাইলে, শামসেদ আলম তার স্ত্রী মরিয়ম বেগমের প্ররোচনায় ভুক্তভুগী বোনকে মারধর করেন। এই ঘটনায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার এএসআই মো. আসাদুজ্জামান তিনি জানান, শামসেদ আলম ও মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চট্টগ্রামের একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এর আগে শামসেদ আলমের ও তার ভাই মোরশেদ আলম এর বিরুদ্ধে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ এনে তার মাতা নুর নাহার বেগম একটি জি.আর মামলা নং- ৪৬৫/২৩ করেন যাতে মোরশেদ আলম দীর্ঘ ৪০ দিন হাজত খাটে। এই ব্যাপারে তার মা কে জিজ্ঞেস করলে তিনি জানান তার এই দুই সন্তান (মোরশেদ আলম ও শামসেদ আলম) এর অত্যাচারে তাদের পুরো পরিবার দীর্ঘদিন যাবত অসহায় জীবন যাপন করছেন।