ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে হাসপাতলে ভর্তি অন্তঃসত্ত্বা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৭:৩৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের সীমানাধীন পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহতের ঘটনার রেস না কাটতেই এবার দুই পক্ষের উত্তেজনায় এক অন্তঃসত্ত্বা নারীকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত নারীকে উদ্ধার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে করা হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার পদ্মা নদীতে গোলাগুলিতে দুইজন নিহতের ঘটনার জের ধরে কিবরিয়া মিজি ও জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে কিবরিয়া গ্রুপের সদস্য রাজু সরকারের বাড়িতে হামলা চালায় জহিরের ভাই শাহিন বেপারি সহ তার লোকজন। এসময় অতর্কিত গুলিতে আহত হয় ওই  অন্তঃসত্ত্বা নারী। আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ওই অন্তঃসত্তা নারীর, শরীরের ডান পাশে কোমড়ের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যাওয়ায় ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ ও মোহনপুর সীমানাধীন চর বাংলাবাজার নাসিরার চর পদ্মা নদীতে কিবরিয়া বাহিনী ও নৌ পুলিশের গুলিতে দুইজন নিহত হয়। এ  ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে।