লক্ষ্মীপুরে পানিভর্তি গর্তে মাশরাফ (২) নামের এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৭টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার এলাকায় বাড়ির পাশের গর্তে এ মরদেহ পায় শিশুটির পরিবার।
এরআগে বেলা ১১টার দিকে সে ঘর থেকে বেড়িয়ে যায়। অনেক খুঁজেও পাওয়া যায়নি।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ বছর বয়সি মাশরাফ উত্তর হামছাদী ইউনিয়নের সদস্য (মেম্বার) দেলোয়ার হোসেনের ছোট ছেলে।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যন মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে মাশরাফ সবার অগোচরে বাসা থেকে বের হয়ে যায়। এরপর বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তার সন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালানো হয়। একপর্যায় রাতে বাড়ির পাশের একটি পানিভর্তি গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।